শিরোনাম
বিরাট-ধোনির ব্যাটে বড় জয় ভারতের
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১০:০৩
বিরাট-ধোনির ব্যাটে বড় জয় ভারতের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং নৈপূন্যে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ভারত। ঘরের মাঠে কিউইদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।


রবিবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বগতিকরা।


২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে শুরুটা ভালো হয়নি ভারতের। ১৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ৫ রান করেই সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। ৪১ রানের মাথায় আউট হন রোহিত শর্মা। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে জুটি বাঁধেন মাহেন্দ্র সিং ধোনি। তারা দুজন ১৫১ রানের জুটি গড়েন। ৯১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৮০ রান করে আউট হন ধোনি। এরপর হার্দিক পান্ডের সঙ্গে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন কোহলি।


হার্দিক পান্ডে ২৮ রানে অপরাজিত থাকেন। আর কোহলি ১৩৪ বলে ১৫৪ রানে অপরাজিত থাকেন। তার ১৫৪ রানে অনবদ্য ইনিংসে ১৬টি চারের মারের পাশাপাশি ১টি ছক্কার মার ছিল।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪৬ রানের মাথায় উমেশ যাদবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ২৭ রান করেন মার্টিন গাপটিল। আরেক ওপেনার টম লাথাম ফিফটি করেই সাজঘরে ফিরেছেন। ৭২ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৬১ রান করেন তিনি।


আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন এদিন বেশি দূর এগোতে পারেননি। কেদার যাদবের শিকার হয়ে ২২ রান করেই প্যাভিলিয়নের পথ বেছে নেন। ৪৪ রান করে দলকে বড় সংগ্রহের পথেই রাখেন রস টেলর। ছয়ে নেমে ফিফটি আদায় করে নিয়েছেন জেমস নিশাম। ৪৭ বলে ৭টি চারে ৫৭ রান করেন তিনি। ম্যাট হেনরি ৩৯ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই ২৮৫ রান অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।


ভারতের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব ও কেদার যাদব। ২টি করে উইকেট লাভ করেছেন অমিত মিশ্র ও জসপ্রিত বুমরাহ। ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com