শিরোনাম
প্রথমবার ইংল্যান্ডের ২০ উইকেট নিলো বাংলাদেশ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ০৯:৩৩
প্রথমবার ইংল্যান্ডের ২০ উইকেট নিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেস্ট ক্রিকেটে এক ম্যাচে এবারই প্রথম ইংল্যান্ডকে দু’বার অলআউট করলো বাংলাদেশের বোলাররা। চলমান চট্টগ্রাম টেস্টের দু’ইনিংসেই ইংলিশরা অলআউট করেছে। যা আগের আট টেস্টে করতে পারেনি টাইগার বোলাররা।


চট্টগ্রাম টেস্টের আগে মোট আটটি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। কিন্তু কোনো টেস্টেই ইংল্যান্ডকে দু’বার অলআউট করতে পারেনি টাইগাররা। কিন্তু এবার প্রথমবারের মত এক টেস্টে ইংল্যান্ডকে অলআউট করার স্বাদ নিলো বাংলাদেশ।


চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের গুটিয়ে দেয় টাইগাররা। এবার ২৪০ রানে শেষ হয় ইংলিশদের ইনিংস।


প্রথম ইনিংসে ইংল্যান্ডকে অলআউট করতে মুখ্য ভূমিকা পালন করনে ৮০ রান দিয়ে ৬ উইকেট শিকার করা প্রথম টেস্ট খেলতে নামা অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। আর দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানের ঘূর্ণিতে পড়ে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ৮৫ রানে ৫ উইকেট নেন সাকিব।


নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এক টেস্টে দু’বার ইংল্যান্ডকে অলআউটের কীর্তি গড়লো বাংলাদেশ। আর পঞ্চম দিনে প্রয়োজনীয় ৩৩ রান তুলে চট্টগ্রাম টেস্ট নাটকীয়ভাবে জিতে গেলে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদও নিতে পারবে টাইগাররা। এমনটা হলে চট্টগ্রাম টেস্টে প্রথম ডাবলের স্বাদই নিবে বাংলাদেশ।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com