শিরোনাম
সাব্বিরের কাঁধেই বাংলাদেশের ভাগ্য
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ০৯:০২
সাব্বিরের কাঁধেই বাংলাদেশের ভাগ্য
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার-ইংল্যান্ড থেকে শুরু করে প্রতিটি দলকেই বাংলাদেশ হারিয়েছে। মাশরাফিরা ওয়ানডে বা টি-টোয়েন্টিতে যে কোনো দলকে অনায়াসে হারাতে পারে সেটা এখন বলার অপেক্ষা রাখে না। তবে ক্রিকেটের লংগার ভার্সনে বড় কোনো দলকে হারানোরতেমন সাফল্য নেই বাংলাদেশের। টেস্ট পরাশক্তি ইংল্যান্ডকে হারিয়ে তবে কি আজ পরবে টাইগাররা সেই জয়টুকু ছিনিয়ে আনতে?


চট্টগ্রাম টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আরও ৩৩ রান। ইংল্যান্ডের দরকার ২ উইকেট। চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে অলআউট হয়ে, টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দেয় ইংলিশরা। সেই লক্ষ্যে দিন শেষে ৮ উইকেটে ২৫৩ রান তুলেছে বাংলাদেশ। তাই টেস্ট জিততে এখনো আরও ৩৩ রান করতে হবে টাইগারদের।


বাংলাদেশ আজ কাঙ্খিতসেই জয়ের স্বপ্ন দেখতেই পারে। কারণ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে টাইগারদের সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান যে এখনও ক্রিজে। ৫৯ রানে ব্যাট করছেন তিনি। তার সাথে ১১ নিয়ে ক্রিজে রয়েছেন তাইজুল ইসলাম। তাই নাটকীয়তাময় চারটি দিন শেষে এখন শেষ মোহনায় দাঁড়িয়ে চট্টগ্রাম টেস্ট। কেউ জানে না, মহাকাব্যিক এই টেস্ট ম্যাচ শেষ অঙ্কে কী লিখে রেখেছে!


যা-ই লিখে রাখুক না কেন, তা জানতে আজ বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। কতক্ষণই বা খেলা হবে! ইংল্যান্ড জিতলে তা যেকোনো সময়ই শেষ! বাংলাদেশ জিতলে বড়জোর ঘণ্টা খানেক। শুধু এটুকু খেলাকে সম্বল করে কটি টেস্টের শেষ দিন এমন মহারোমাঞ্চের হাতছানি দিতে পেরেছে?


এদিকে রবিবার চতুর্থদিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে সাব্বির প্রসঙ্গে কোচ হাথুরুসিংহে জানালেন, ‘সে দ্বিতীয় ইনিংসে যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। মাথায় আঘাত পাওয়ার পরও সে যেভাবে খেলে দিনটা কাটিয়ে দিয়েছে, সেটি অসাধারণ। আমার খেলা ও দেখা মিলিয়ে এটি সবচেয়ে কঠিন উইকেটগুলোর একটি। সেখানে প্রচণ্ড চাপের মাঝেও সাব্বির দারুণভাবে মনোযোগ ধরে রেখেছে। এটা দেখা সত্যিই অসাধারণ।’


কোচের মুখে এমন প্রশংসায় নিশ্চয় আরো বেশি অনুপ্রাণিত হবেন সাব্বির। তাতে পঞ্চম দিনে জয়ের জন্য বাকি ৩৩ রানের পথ পাড়ি দিতে আত্মবিশ্বাস বাড়বে তার! ৫৯ রানে অপরাজিত থাকা এই তারকার ওপর যে অসাধারণ এক জয়ের কারিগর হতে সবারই চোখ থাকছে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com