শিরোনাম
আরেকবার সুযোগ চান সাইদ আজমল
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৬:৪২
আরেকবার সুযোগ চান সাইদ আজমল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করে দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলার আরেকটি সুযোগের দাবি জানিয়েছেন পাকিস্তানি অফ-স্পিনার সাইদ আজমল। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের সুবাদে তিনি এ দাবি জানান।

 

আজমল বলেন, আমি আরেকবার পাকিস্তানের জার্সি গায়ে দিতে চাই। কারণ আমি সমর্থকদের হতাশ করতে চাই না। আমার বিশ্বাস এজন্য সমর্থকরাও আমাকে সহযোগিতা করবে। আমি আরেকবার নিজেকে প্রমাণের সুযোগ চাই। তা যদি করতে না পারি; তবে আর কখনোই এ নিয়ে অভিযোগ করব না।

 

চলতি মাসে ৩৯ বছরে পা রাখতে যাওয়া আজমল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমালোচকদের নানা ধরনের আলোচনা সত্ত্বেও খুব শিগগিরই অবসরের কোনো পরিকল্পনা তার নেই।

 

এক সাক্ষাতকারে আজমল বলেন, ‘যে যাই বলুক না কেন, যে যাই চিন্তা করুক না কেন, আমার নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রয়েছে। আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি সুযোগ আমি পেতেই পারি।’

 

২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক অঙ্গন থেকে বহিষ্কার হন আজমল। সেসময় তিন ধরনের ফরমেটেই তিনি পাকিস্তানের হয়ে সর্বাধিক উইকেট শিকারী ছিলেন।

 

আজমল বলেন, ইংল্যান্ডে টি-টোয়েন্টি ইভেন্ট ও জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপে আমি শীর্ষ উইকেট শিকারী ছিলাম। এর থেকে বেশি আর কি করার আছে আমার জানা নেই। ঘরোয়া ক্রিকেটেও আমি ভালো বোলিং করেছি। নির্বাচকদের আমার এই পারফরমেন্সের দিকে নজর দেয়া উচিত বলে আমি মনে করি।  

 

২০১৫ সালের এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত সীমিত ওভারের সিরিজের পর থেকে আজমলকে আর বিবেচনা করেননি জাতীয় নির্বাচকরা। কিন্তু এই অফ-স্পিনার জানান, বোলিং অ্যাকশন শোধরানোর পর নতুন অ্যাকশন নিয়ে তিনি এখনো কাজের সুযোগ পাননি।

 

পাকিস্তান সুপার লীগে আজমল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। আইসিসির বহিষ্কারাদেশের আগে তিনি পাকিস্তানের জার্সি গায়ে টেস্টে ১৭৮টি, ওয়ানডেতে ১৮৪টি ও টি২০তে ৮৫টি উইকেট দখল করেছেন। এখন তার মূল উদ্দেশ্য পাকিস্তানের হয়ে আরেকবার মাঠে নামা।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com