শিরোনাম
স্টোকস-বেয়ারস্টোকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশ
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৬:৪৮
স্টোকস-বেয়ারস্টোকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৬২ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুকতে থাকা ইংলিশদের টেনে তুলেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। তাদের ১২৭ রানের জুটতে বাংলাদেশের লক্ষ্যটাকে আস্তে আস্তে কঠিনই করে তু​লছিল সফরকারীরা। অবশেষে রাব্বির বলে সাজঘেরে ফেরেন বেয়ারস্টো। এরপরই স্টোকসকে ফেরান সাকিব।


বেয়ারস্টো ৪৭ ও স্টোকস ৮৫ রানে আউট হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৭ উইকেটে ২০১ রান। এখন পর্যন্ত ইংল্যান্ডের লিড ২৪৬ রানের। ক্রিজে রয়েছেন ক্রিস ওকস ১ ও আদিল রশিদ ৪ রানে।


ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬২ রানেই পাঁচ উইকেট হারায়। সেখান থেকে ১২৭ রানের জুটি গড়ে দলকে ভাল জায়গায় নিয়ে যান স্টোকস ও বেয়ারস্টো।
তবে ১৮৯ ও ১৯৭ রানে যথাক্রমে বেয়ারস্টো ও স্টোকস সাজঘরে ফিরলে ম্যাচে ফিরে বাংলাদেশ। এর আগে, অধিনায়ক কুককে (১২), জো রুট (১) ও বেন ডাকেট (১৫), ব্যালেন্স (৯), মইন ১৪ রানে আউট হন।


সাকিব একাই নেন ৪টি উইকেট। এছাড়া মিরাজ, রাব্বি, তাইজুল একটি করে উইকেট নেন।


এর আগে, অনেকটা আশা নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে সবাইকে হতাশ করে আগের দিনের ৫ উইকেটে ২২১ রানের সঙ্গে মাত্র ২৭ রান যোগ করতেই শেষ বাকি ৫ উইকেট। যেখানে টাইগাররা স্বপ্ন দেখছিল লিড নেয়ার উল্টো সেখানে ৪৫ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে মুশফিক বাহিনী।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com