প্রথমবার অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে গিয়ে চীনের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। অতীতে বড় দলগুলোর বিপক্ষে সেভাবে খেলারও সুযোগ হয়নি। তাই পার্থক্যটা যেন বুঝে গেলেন বাংলাদেশের মেয়েরা।
৭ ডিসেম্বর, শনিবার চীনের কাছে ১৯-০ গোলে হেরেছে বাংলাদেশ।
ওমান থেকে কিছুদিন আগেই যেখানে ছেলেরা পঞ্চম হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, সেখানে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। আজ একই মাঠে তাদের প্রতিপক্ষ ভারত।
গেল জুনে সিঙ্গাপুরে এএইচ কাপে রানার্সআপ হয়ে এশিয়া কাপের এই আসরে খেলার সুযোগ পান বাংলাদেশের মেয়েরা।
গেল সপ্তাহেই এই মাঠে চীনকে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েছিলেন বাংলাদেশের ছেলেরা। যেন সেই হারেরই প্রতিশোধ নিলেন কাল চীনের মেয়েরা।
গতকাল ম্যাচের প্রথম কোয়ার্টারেই ৬ গোল করেন চীনের মেয়েরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও চার গোল। তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারেও যথাক্রমে ৪ ও ৫ গোল করেন চীনের খেলোয়াড়রা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]