আইরিশদের বিপক্ষে সিরিজ বাঁচাতে পারলো না বাংলাদেশ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮
আইরিশদের বিপক্ষে সিরিজ বাঁচাতে পারলো না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কিছুটা লড়াই করতে পেরেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যার্থতায় বাজেভাবে হেরে সিরিজ খোয়ালো স্বাগতিকরা। ৪৭ রানের হারে সিরিজে এখন ০-২ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।


৭ ডিসেম্বর, শনিবার সিলেট স্টেডিয়ামেটস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাট হাতে শুরু থেকেই টি-টোয়েন্টি ছন্দে খেলতে থাকে সফরকারীরা।


ওপেনার অ্যামি হান্টার এক হালি চারে করেন ২৩ রান। তিনে নেমে তিন চার এবং এক ছক্কায় ৩২ রান আসে ওরলা প্রেন্ডেরগাস্টের ব্যাটে।


তবে আইরিশদের একশ ছাড়ানো সংগ্রহ পেতে কার্যকরী ভূমিকা রাখেন লরা ডেলানি। ফাহিমা খাতুনের বলে ১৯তম ওভারে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৫ রান।


বাংলাদেশের পক্ষে সেরা বোলিং করেন স্পিনার নাহিদা আক্তার। ৪ ওভারের কোটা পূর্ণ করে ২০ রান খরচায় ২ উইকেট নেন তিনি। একটি করে উইকেট যায় জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুনের ঝুলিতে।


১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইনে ধ্বস নামে। ১১ ব্যাটারের মোটে তিনজন দুই অঙ্কের দেখা পান। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার।


১৩ রানে তিন উইকেট শিকার করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন প্রেন্ডেরগাস্ট। দুটি করে উইকেট নেন আরলেন কেলি ও ডেলানি।


আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজের শেষ ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com