গ্লোবাল সুপার লিগে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩
গ্লোবাল সুপার লিগে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় অনুষ্ঠেয় গ্লোবাল সুপার লিগে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। লিগ পর্বের শেষ ম্যাচে লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারায় নুরুল হাসান সোহানের দল।


ম্যাচটি ছিল দুই দলের জন্যই ফাইনালে ওঠার লড়াই। জয় পেলেই ফাইনালের হাতছানি ছিল লাহোরের। অপরদিকে ফাইনাল নিশ্চিত করতে রংপুরকে মেলাতে হতো রানরেটের সমীকরণ। সেই সমীকরণেই উতরে গেছে বাংলাদেশের প্রতিনিধিরা।


৬ ডিসেম্বর, শুক্রবার সকালে প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর।


ব্যাটিংয়ে নেমে রংপুরের হয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন স্টিভেন টেলর ও সৌম্য সরকার। মির্জা বেইগের বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে ৩ ছক্কা ও ১ চারে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন সৌম্য।


তিনে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন সাইফ হাসানও। কিন্তু নবম ওভার শেষ হতেই বাগড়া দেয় বৃষ্টি। তখন স্টিভেন টেলর ২৭ বলে ৩২ ও সাইফ হাসান অপরাজিত ১৪ বলে ২৭ রান করেন। বৃষ্টি বাধায় এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি রংপুর। পরে লাহোরের জয়ের জন্য বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ১১১ রানের।


রান তাড়া করতে নেমে প্রথম ওভারেরই এলোমেলো হয় লাহোর। মাহেদী হাসানের প্রথম ওভারে তিন বলে তিন উইকেট হারায় তারা। প্রথমটি উইকেট হারায় রান আউটে। পরের উইকেটটি স্ট্যাম্পিং আর শেষেরটিতে বোল্ড হন মোহাম্মদ ফাইজান।


নিজের দ্বিতীয় ওভার করতে এসে ৫ বলে ১১ রান করা মোহাম্মদ আখলাককে ফেরান মাহেদী। ১৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তানের প্রতিনিধিরা। এরপর ২০ বলে ৩১ রান করে মির্জা তাহির বেইগ ও ১২ বলে ২৫ রান করে টম অ্যাবেল লাহোরের হয়ে ব্যবধান কমান। ৭ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে তারা।


প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল রংপুর। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। তাতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল নুরুল হাসান সোহানের দল। এবার লাহোর কালান্দার্সকে হারিয়ে কঠিন সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিরা।


ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। তারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। ৭ ডিসেম্বর, শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com