শিরোনাম
সাকিবের রেকর্ডে আরো একটি পালক
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৩:৩৪
সাকিবের রেকর্ডে আরো একটি পালক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেস্টে বাংলাদেশের অনেক প্রথমেরই জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকা আরও দীর্ঘ হলো। প্রথম বাংলাদেশী বোলার হিসেবে টেস্টে স্পর্শ করেছেন ১৫০ উইকেট শিকারের মাইলফলক। চট্টগ্রামের প্রথম সেশন শেষে সাকিবের উইকেট ১৫১টি।


টেস্টে সাকিব ১৫০ উইকেট থেকে ৩ উইকেট দূরে ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি শিকার করেন দুই উইকেট। ফলে ১৫০ উইকেটের সাথে তার উইকেট সংখ্যার ব্যবধান কমে আসে মাত্র এক উইকেটে।


দ্বিতীয় ইনিংসে নিজের পঞ্চম ওভারে বোলিং করতে এসে লেগ বিফোরে পরিণত করেন ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে। এ উইকেটের মধ্যে দিয়ে স্পর্শ করেন ১৫০ উইকেট শিকারের মাইলফলক। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে আবারও উইকেট নেন। প্যাভিলিয়নে ফেরান বেন ডাকেটকে। সাকিবের বল ডাকেটের গ্লাভ ও প্যাডে লাগার পর তালুবন্দী করেন শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মমিনুল হক।


টেস্টে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। ১৫০ উইকেট পার করে ২০০ উইকেট শিকারের দৌঁড়ে তিনিই একমাত্র বোলার। সাকিবের পরের অবস্থানে থাকা দুই ক্রিকেটারের কেউই বর্তমানে টেস্ট খেলেন না। ১০০ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ রফিক। আর ৭৮ উইকেট নিয়ে রফিকের পর আছেন মাশরাফি বিন মর্তুজা। ৭২ উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে থাকা শাহাদাত হোসেনও নিয়মিত নন।


চলতি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তাইজুল ইসলামের, ৩৯টি। তাই সর্বাধিক উইকেট শিকারের ক্ষেত্রে কোনো বোলারের সাকিব আল হাসানকে টপকানো যে বহু সময়ের ব্যাপার।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com