এমবাপের পেনাল্টি ব্যর্থতায় হারল রিয়াল
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫
এমবাপের পেনাল্টি ব্যর্থতায় হারল রিয়াল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

এক সপ্তাহের ব্যবধানে আবারও কিলিয়াান এমবাপের পেনাল্টি ব্যর্থতায় হারলো রিয়াল মাদ্রিদ । অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ২-১ গালের ব্যবধানে হারে তারা। এবার সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৭ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ হার।


লা লিগায় বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি জিতলে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়ালের। সেক্ষেত্রে এক ম্যাচ হাতে রেখে টেবিলটপার বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকতো লস ব্লাঙ্কসরা। বাকি ম্যাচ জিতে অনায়াসেই বার্সা পেছনে ফেলতে পারতো রিয়াল। কিন্তু নিজেদের ভুলে বিলবাওয়ের কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।


বিলবাওয়ের মাঠে প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটি শটও নিতে পারেনি রিয়াল। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।


৫৩ মিনিটে লিড পায় বিলবাও। আলেসান্দ্রো রেমিরোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় প্রায় দুই মাস অপরাজিত থাকা ক্লাবটি। ১৫ মিনিট পর সমতা ফেরানোর দারুণ সুযোগ পান এমবাপে। ডি-বক্সের ভেতর রিয়ালের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বিলবাওয়ের গোলরক্ষক জুলেন অ্যাগিরেজাবালা। পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন এমবাপে।


৭৮ মিনিটে রিয়ালকে ১-১ সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। বিলবাওয়ের গোলরক্ষকের হাত ফসকে ফেরত আসা বলে শট করে গোল করেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার।


বেলিংহ্যামের গোলটি এক পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ঠ হয়নি রিয়ালের। ৮০ মিনিটে ফেডেরিকো ভালভার্দের ভুলে এক গোল হজম করে রিয়াল। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে ভালভার্দের কাছ থেকে বল দখলে নিয়ে একক চেষ্টায় গোল করেন বিলবাওয়ের গোরকা গুরুজেকা। এতে ২-১ ব্যবধানে জয় পায় স্বাগতিক বিলবাও।


১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্টের মালিক বার্সা আছে শীর্ষে। বার্সার সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বিলবাও।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com