সালাহকে দলে ভেড়াচ্ছে পিএসজি!
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩
সালাহকে দলে ভেড়াচ্ছে পিএসজি!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফ্রিকান দেশ মিশরের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহর চলতি মৌসুম শেষেই সম্ভবত লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। কেননা ক্লাবটিতে থেকে নতুন চুক্তির ব্যাপারে এখনও কোনো প্রস্তাব পাননি এই ফরোয়ার্ড। এর মাঝেই গুঞ্জন উঠেছে পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন সালাহ। বেশ কিছুদিন ধরেই তার এজেন্ট রামি আব্বাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।


পিএসজি টকের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠেছে এসেছে। অন্যদিকে লিভারপুল ছাড়া ইঙ্গিত দিয়েছেন সালাহ নিজেও।


এই মৌসুমে অলরেডসদের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলে ১৩ গোল করার পাশাপাশি ৭টিতে অ্যাসিস্টও করেছেন তিনি। সিটিকে ২-০ গোলে হারানো ম্যাচের দ্বিতীয় গোলটিও ছিল তার করা। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে স্কোর করেছেন তিনি। এই জয়ে শীর্ষে ৯ পয়েন্টের ব্যবধান পেয়ে গেছে লিভারপুল।


ওই ম্যাচের পরই ৮ দিনের মাথায় দ্বিতীয়বার নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘সত্যি করে বললে এটা আমার মাথায় আছে। এখন পর্যন্ত সিটির বিপক্ষে অ্যানফিল্ডে এটাই আমার লিভারপুলের শেষ ম্যাচ। তাই এখন আমার জন্য উপভোগই সব। আবহটা ছিল অবিশ্বাস্য। এখানে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই আমি। আশা করবো, লিগটা যেন জিততে পারি এবং তার পর দেখা যাক কী হয়।’


এদিকে সালাহকে দলে ভেড়াতে পিএসজি থেকে অনেকবার চেষ্টা করা হয়েছিল। প্রতিবারই ব্যর্থ হয়েছে ক্লাবটি। নতুন কোচ লুইস এনরিকের তত্ত্বাবধানে ভালো করছে পিএসজি। বর্তমানে এনরিকের দলে প্রচুর তরুণ খেলোয়াড় রয়েছে। অভাব রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়ের। সে কারণেই তারা সালাহকে চাচ্ছে।


সালাহর বর্তমান সাপ্তাহিক বেতন ৪ লাখ পাউন্ড। যেহেতু তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, আর লিভারপুলও নতুন করে চুক্তিতে যাচ্ছেনা এই সুযোগটায় সালাহকে নিতে অন্যান্য ক্লাবও চেষ্টার ত্রুটি রাখবে না। সেক্ষেত্রে পিএসজি তাকে নিতে পারে কিনা দেখার বিষয়।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com