প্রথমবার হকি বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
প্রথমবার হকি বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুব এশিয়া কাপ হকিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ওমানের মাসকটে অনুষ্ঠিত এই ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মওদুদুর রহমানের শিষ্যরা। যা বাংলাদেশ হকির ইতিহাসে সর্বোচ্চ অর্জন।


আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এবার বি গ্রুপের তৃতীয় স্থান নিয়ে এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের বিপক্ষে খেলেছে ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচ। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ শুধু পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেনি, নিশ্চিত করেছে বিশ্বকাপে নিজেদের জায়গাও।


৩ ডিসেম্বর, মঙ্গলবার পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলের ব্যবধানে হারিয়ে ন্যুনতম ষষ্ঠ হওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ।


বাংলাদেশের হকি ইতিহাসে থাইল্যান্ডের বিপক্ষে কোনো পর্যায়েই হারেনি দল। তবে এবার জয় নিশ্চিত করতে খেলোয়াড়রা বাড়তি চাপ কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদে না পড়ে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিয়েছে। এর ফল হিসেবে এসেছে কাঙ্ক্ষিত জয়।


বাংলাদেশ প্রথম কোয়ার্টারে দারুণ শুরু করে ২-০ গোলের লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টারে উভয় দল একটি করে গোল করে, ফলে মধ্য বিরতিতে স্কোর দাঁড়ায় ৩-১। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরও তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয়। শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল করলেও থাইল্যান্ড একটি গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমায়।


এই জয়ে বাংলাদেশ দল হকি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল। দেশের হকি অঙ্গনে এ সাফল্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন সবাই তাকিয়ে আছে ভারতের মাটিতে বিশ্বকাপ আসরে বাংলাদেশের সম্ভাব্য পারফরম্যান্সের দিকে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com