দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ছিলেন না তরুণ উদিয়মান পেসার নাহিদ রানা। দ্বিতীয় টেস্টে দলে ঢুকে প্রথম ইনিংসেই দেখালেন দারুণ চমক! কিংসমিডে কেবল ষষ্ঠ টেস্ট খেলছেন তিনি। সেখানেই গতির জানান দিলেন ডানহাতি এই পেসার। ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নাহিদ রানার ১৫০ কিলোমিটার গতির কাছাকাছি ছোড়া গতির কাছে পরাস্ত হয়ে ১৪৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয়।
টেস্টের তৃতীয় দিন শেষে ডানহাতি এই পেসার জানান, ব্যাটারদের রান করার জন্য জায়গা না দিলে ব্যাটাররা অনেক কিছুর চেষ্টা করে। সেজন্য তিনি বেশি কিছু করার চেষ্টা করেননি। কেবল লাইন-লেন্থে বোলিং করে গেছেন।
নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ। প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি। বেশি কিছুর চেষ্টা করিনি। কোন পরিস্থিতিতে কোন ব্যাটারকে কেমন বোলিং করা যায় সেই চেষ্টা করেছি। ব্যাটারকে রুম ও রান না দিয়ে বোলিং করলে তারা অনেক কিছু করার চেষ্টা করে। এই উইকেটে বোলারদের তাই অনেক কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করা ভালো।’
এই টেস্টে দলের জয়ের ভালো সুযোগও দেখছেন, ‘আমরা ভালো জায়গায় আছি। যদি ২৫০ রানের ওপরে যেতে পারি। চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের জন্য ব্যাটিং করা কঠিন হবে। উইকেট কিছুটা আন ইভেন। বাউন্স থাকবে। স্পিনে টার্ন থাকবে। আশা করছি ভালো কিছু পাবো।’
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]