জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ দল। অলআউট হওয়ার আগে মোটে ১৬৪ রান করেছিল টাইগাররা। পরে বল হাতে গতকাল শুরুটাও ভালো ছিল না টাইগারদের। তবে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশের পেসাররা। তাতে ভালোভাবেই ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
নাহিদ রানার বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৪৬ রানে। বাংলাদেশের চেয়ে ১৮ রানে পিছিয়ে প্রথম ইনিংস শেষ করল স্বাগতিকরা।
দিনের শুরু থেকে গতিময় পেসার রানার বলে ধুঁকছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। একে একে এই পেসার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। হাসান মাহমুদ নেন দুই উইকেট। এ ছাড়া তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা শিকার করেন একটি করে উইকেট।
এর আগে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশের পেসারদের বিপক্ষে দারুণ এক প্রতিরোধ গড়েছিলেন ক্রেইগ ব্রার্থওয়েট এবং কেসি কার্টি। আজ দিনের শুরুতেই ব্রার্থওয়েটকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন নাহিদ রানা। ক্যারিবিয়ান অধিনায়ক ফেরেন ৩৯ রান করে।
পরে চারে নেমে সুবিধা করতে পারেননি কাভেম হজ। নাহিদের বলেই সাজঘরে ফিরেছেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। লিটনের গ্লাভসে আটকা পড়ার আগে করেছেন ৩ রান।
প্রথম টেস্টে ব্যাট হাতে পারফর্ম করা অ্যালিক অ্যাথানাজে ব্যর্থ হয়েছেন জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে। তাসকিনের নিচু হওয়া ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ২ রান করা অ্যাথানাজে। পেসারদের দাপটের মাঝে উইকেট পার্টিতে যোগ দেন তাইজুল ইসলামও। বাঁহাতি এই স্পিনার বোল্ড করেছেন জাস্টিন গ্রেভসকে। গুড লেংথে করা সোজা বল ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে।
পরে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন হাসান মাহমুদও। ডানহাতি পেসারের মিডল স্টাম্পে পড়ে লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে বলের লাইন মিস করেন জশুয়া ডি সিলভা। নিজের পরের ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ানো কার্টিকেও ফিরিয়েছেন হাসান। এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করা এই ব্যাটার ফিরেছেন ৪০ রান করে।
দ্রুত উইকেট হারানোয় পালটা আক্রমণ করতে চেয়েছিলেন আলজারি জোসেফ। তবে সুবিধা করতে পারলেন না। রানাকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন মিড অফে। সেখানে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মেহেদি মিরাজ। শেষের একটি উইকেট শিকার করেন মিরাজ। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন কেমার রোচ, রানার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]