অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের ৯ উইকেটে ২২৮ রানের জবাবে আফগান যুবারা ৪৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৩ রানেই থেমে যায়।
২৯ নভেম্বর, শনিবার বাংলাদেশের দেয়া ২২৯ রানের টার্গেটে নেমে আফগানদের ফয়সাল খান আহমদজাই ও নাসির খান মারুফখিল ছাড়া আর কেউই ভালো স্কোর করতে পারেননি। ফয়সাল ৫৮ এবং নাসির ৩৪ রান করেন।
বাংলাদেশের হয়ে বোলিংয়ে আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে এবং মারুফ মৃধা ২টি উইকেট লাভ করেন।
এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর অধিনায়ক তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। ফিফটি করে কালাম বিদায় নিলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তামিম। অধিনায়কের দুর্দান্ত ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ দল।
নতুন বলে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের পঞ্চম বলে বিদায় নেন জাওয়াদ আবরার। ৫ বল খেলে ডাক খেয়েছনে এই ওপেনার। ১ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন তামিম ও কালাম। দুজনের ১৪২ রানের জুটিতে শক্ত ভিত পায় জুনিয়র টাইগাররা।
১১০ বলে ৬৬ রান করে ফিরেছেন কালাম। তিনি ফিফটি করে ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন তামিম। শুরুতে দেখে-শুনে খেলার পর পরিস্থিতি বুঝে গিয়ের পরিবর্তন করেন তিনি। ছক্কা মেরে স্পর্শ করেছেন সেঞ্চুরি। এই মাইলফলক ছুঁতে অধিনায়ক খরচ করেছেন ১৩২ বল। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১০৩ রান এসেছে তার ব্যাট থেকে।
তামিমের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেনি। ফলে ফিনিশিংটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের হয়ে বোলিংয়ে ২টি করে উইকেট পেয়েছেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]