অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
উদ্বোধনী ম্যাচে তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু পুঁজি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:২৭
উদ্বোধনী ম্যাচে তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু পুঁজি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুবাইয়ে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন আগে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে ২২৮ লড়াকু পুঁজি পায় জুনিয়র টাইগাররা। ১৩৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রানে আউট হন তামিম।


২৯ নভেম্বর, শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ।


রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার জাওয়াদ আবরার। এরপর আরেক ওপেনার কালাম সিদ্দিকের সঙ্গে ১৪২ রানের জুটি গড়েন আজিজুল তামিম। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। কালাম ১১০ বলে ৬৬ ও দেবাশিষ দেবা ৬ বলে ১ রান করে আউট হন। দলীয় ১৮২ রানে ১৫ বলে ১০ রান করে আউট হন শিহাব।


এরপর ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আজিজুল তামিম। দলীয় ২০৪ রানে ১৩৩ বলে ১০৩ রান করে আউট হন তিনি।


শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্টানিকজাই নেন ২টি করে উইকেট।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com