শিরোনাম
সাকিব-মিরাজের ঘূর্ণিতে বিপর্যয়ে ইংলিশরা
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১২:৫০
সাকিব-মিরাজের ঘূর্ণিতে বিপর্যয়ে ইংলিশরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। ৪৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ৭৩ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে ইংলিশরা।


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়েছে সফরকারীরা। দলীয় ২৬ রানে অধিনায়ক কুককে (১২) আউট করেন প্রথম ইনিংসের বাংলাদেশের সেরা বোলার মিরাজ। এরপর সাকিবের ঘূর্ণিতে দলীয় ২৭ ও ২৮ রানে সাজঘরে ফিরেন জো রুট (১) ও বেন ডাকেট (১৫) রানে।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩১ রান। ক্রিজে রয়েছেন ব্যালেন্স ১ ও মইন আলী ২ রানে।


এর আগে, অনেকটা আশা নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে সবাইকে হতাশ করে আগের দিনের ৫ উইকেটে ২২১ রানের সঙ্গে মাত্র ২৭ রান যোগ করতেই শেষ বাকি ৫ উইকেট। যেখানে টাইগাররা স্বপ্ন দেখছিল লিড নেয়ার উল্টো সেখানে ৪৫ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করলো মুশফিক বাহিনী।


তৃতীয় দিনের শুরুটা ভালো করা অনেকটাই নির্ভর করছিল ৩১ রান নিয়ে দিন শুরু করা সাকিবের ওপর। কিন্তু মঈন আলীর করা দিনের দ্বিতীয় বলেই জনি বেয়ারস্টোর হাতে স্টাম্পড হয়ে ফেরেন সাকিব।


এরপর একে একে ফিরে যান শফিউল ইসলাম ২, সাব্বির রহমান ১৯, মেহেদি হাসান মিরাজ ১, কামরুল ইসলাম রাব্বি শূন্য রানে।


চট্টগ্রামে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। শুরুতে নেমে ৭৮ রান করেনতিনি। এছাড়া ইমরুল ২১, মুশফিক ৪৮, মাহমুদউল্লাহ ৩৮ রান করে আউট হন।


ইংল্যান্ডের হয়ে বল হাতে বেন স্টোকস ৪টি, মইল আলী ৩টি, আদিল রশিদ ২টি ও ব্যাটি ১টি উইকেট নেন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com