সম্প্রতি পুরুষ ক্রিকেট র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে উন্নতি হয়েছে মিরাজ, শান্ত ও মাহমুদউল্লাহদের। অথচ ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ের তালিকায় এক সময়ের তিন বিভাগের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম নেই!
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেও ওয়ানডেতে খেলবেন বলেছিলেন সাকিব। তারপরও ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম বাদ দেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছে। কিন্তু আইসিসির নিয়ম অনুসারে বিষয়টি অস্বাভাবিক নয়।
এ বিষয়ে আইসিসির রুলসে বলা আছে, কোনো খেলোয়াড় এক বছরের বেশি সময় ওয়ানডে না খেললে তার নাম র্যাঙ্কিং থেকে সরিয়ে নেয়া হয়। ২০২৩ সালের ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন সাকিব। যেটি ছিল ওয়ানডে বিশ্বকাপের অংশ। বিশ্বকাপে পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকলেও ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি।
এরপর থেকে বাংলাদেশ বেশ কয়েকটি সিরিজ খেললেও দেখা যায়নি সাকিবকে। ফলে এক বছরের বেশি সময় ওয়ানডে না খেলায় তার নাম র্যাঙ্কিং থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। তবে এক ম্যাচ খেললেই আবার র্যাঙ্কিংয়ে ফিরতে পারবেন সাকিব।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]