ছিটকে গেলেন শান্ত, বিকেলে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১২:১৪
ছিটকে গেলেন শান্ত, বিকেলে মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সিরিজ জিততে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে ১-১ সমতা থাকায় উভয় দলের সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে। তবে কয়েক ঘন্টা পর শুরু হওয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। কুঁচকির চোটের কারণে শেষ ওয়ানডেতে খেলতে পারছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


১১ নভেম্বর, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে।


গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ১১৯ বলে ৭৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অধিনায়ক শান্ত। তবে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পাওয়ায় ম্যাচের পর তাকে বিশ্রামে যেতে হয়। এমআরআই রিপোর্টে দেখা গেছে, চোটটি গুরুতর এবং এতে দ্রুত সেরে উঠতে অন্তত এক সপ্তাহ লাগতে পারে। এই চোটের কারণে আজকের ম্যাচে নাজমুল খেলতে পারবেন না, তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী মিরাজ।


এ চোটের জন্য নাজমুলকে সম্ভবত আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা অনিশ্চিত।


বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, প্রথম টেস্টে নাজমুলের মাঠে নামার সম্ভাবনা কম। কারণ পূর্ণ সুস্থতা না পেলে তাঁর চোট আরও খারাপ হতে পারে।


এর আগে, শারজার প্রথম ওয়ানডের পরই বাংলাদেশ হারিয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। আঙুলের চোটের কারণে শুধু এই সিরিজই নয়, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com