পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ফিল সল্টের বিস্ফোরক সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলো ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে সল্ট ব্যর্থ হলেও জ্বলে উঠলেন অধিনায়ক জস বাটলার। তার দুর্দান্ত ইনিংসে অনায়াসে ওয়েস্ট ইন্ডিজকে টানা দুই ম্যাচে হারিয়ে সিরিজে আরো এগিয়ে গেলো সফরকারীরা।
বার্বাডোজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদেরকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড। আবারও আগে ব্যাটিং পেয়ে ১৫৮ রানের বেশি পুঁজি দাঁড় করাতে পারেনি ক্যারিবিয়ানরা। তাদের ওই সংগ্রহ ৩১ বল হাতে রেখেই পেরিয়ে যায় ইংলিশরা৷
১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আকিল হোসেনের করা ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন আগের দিনের সেঞ্চুরিয়ান সল্ট। তবে দ্বিতীয় উইকেট জুটিতে উইল জ্যাকসকে নিয়ে ১২৯ রান করে ফেলেন অধিনায়ক জস বাটলার। ১৩তম ওভারে জ্যাকস (২৯ বলে ৩৮) ও বাটলারকে (৪৫ বলে ৮৩) পর পর আউট করে রোমারিও শেফার্ড জুটি ভাঙলেও ততক্ষণে ম্যাচ ইংল্যান্ডের দিকে ঝুলে গেছে।
লিয়াম লিভিংস্টোন নেমে ১১ বলে ২৩ করে ম্যাচ শেষ করে দেন ঝটপট। তার সাথে ৩ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন জ্যাকব বেথেল।
এর আগে, টস হেরে ব্যাট করতে গিয়ে এদিনও শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ৷ পাওয়ার প্লের ভেতর ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ইংলিশদের ভালো শুরু পাইয়ে দেন জোফরা আর্চার আর সাকিব মাহমুদ। ধুঁকতে থাকা নিকোলাস পুরানকে আউট করেন লিভিংস্টোন।
দলের বিপদে একমাত্র হাল ধরেন অধিনায়ক রোভম্যান পাওয়েল৷ তার ৪১ বলে ৪৩ রানের সঙ্গে শেফার্ড ১২ বলে ২২ করলে দেড়শো ছাড়ায় দলের পুঁজি। তবে ওই রান জয়ের জন্য যথেষ্ট ছিল না।
বিবার্তা/নাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]