আফগানিস্তানের বিপক্ষে ৬ নভেম্বর, বুধবার প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর এমন হারের পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ মুশফিকুর রহিমের সার্ভিস।
৯ নভেম্বর, শনিবার সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাত নম্বরে ব্যাট করতে নামেন মুশফিক। তখনই প্রশ্ন উঠেছিল; দলের অভিজ্ঞ এই ক্যাম্পেইনার এত পরে কেন ব্যাট করতে এলেন। তখন খোঁজ নিয়ে জানা গেছে, ফিল্ডিংয়ের শেষ দিকে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিক।
আঙুলের সেই চোটের ব্যথা সারাতে ও প্রাথমিক চিকিৎসার জন্য কিছুটা পরে ব্যাটিংয়ে নামতে হয়েছে তাকে। তবে পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, আঙুলের হাড়ে চিড় ধরেছে মুশফিকের।
যা আজ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে। তবে এ অবস্থায় মুশফিকের দ্বিতীয় ওয়ানডেতে খেলা এক রকম অনিশ্চিতই বলা চলে। এমনকি শঙ্কা আছে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামা নিয়েও।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]