নারী সাফ চ্যাম্পিয়নশিপ
প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-নেপাল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২০:২১
প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-নেপাল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ-নেপাল নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্ত গোল আদায় করতে পারেনি গতবারের ফাইনালিস্ট দল দুটি।


কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ শুরুতেই ভালো সুযোগ পেয়েছিল। নেপালি গোলরক্ষকের ভুলে দ্বিতীয় মিনিটে সুযোগ এসেছিল তহুরার সামনে। তহুরার শট সাইড পোস্টে লাগলে বেঁচে যায় নেপাল।


১০ মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল নেপাল। আমিশা কার্কির শট পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় স্বাগতিক মেয়েরা। বাংলাদেশের অতিরিক্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকলে মাঝে মধ্যে রক্ষণ ফাঁকা হয়ে যায়। তা কাজে লাগানোর চেষ্টা করছে নেপালের আক্রমণভাগের খেলোয়াড়রা।


২৭ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন নেপালের আমিশা। কিন্তু বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি এই ফরোয়ার্ড। রক্ষণে দৃঢ়তা দেখায় বাংলাদেশ।


৩৩ মিনিটে নেপাল বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মারিয়া মান্ডার শট ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com