বার্সেলোনার বিরুদ্ধে মামলা করলেন সার্জিও অ্যাগুয়েরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৪:৪৩
বার্সেলোনার বিরুদ্ধে মামলা করলেন সার্জিও অ্যাগুয়েরো
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+
বার্সেলোনার বিরুদ্ধে ৩ মিলিয়ন ইউরো (প্রায় ৪০ কোটি টাকা) বকেয়া বেতনের দাবিতে মামলা করেছেন আর্জেন্টাইন সাবেক ফুটবলার সার্জিও অ্যাগুয়েরো। স্প্যানিশ লা লিগার ক্লাবটির কাছ থেকে ৩২ লাখ মার্কিন ডলার পাওনা আদায় করতে এই মামলা করেন তিনি।


২০২১ সালে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি-এজেন্ট হিসেবে বার্সার সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন অ্যাগুয়েরো। তবে মাত্র পাঁচটি ম্যাচ খেলার পর আলাভেসের বিপক্ষে এক ম্যাচে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন তিনি। ফলে তাকে অবসরে পাঠায় স্প্যানিশ লা লিগার ক্লাবটি।


তবে বার্সেলোনার ২০২৩-২৪ মৌসুমের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, আগুয়েরো চলতি বছর অর্থ পরিশোধ না হওয়ায় মামলা করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘২০২৪ সালের ২৯ মে, সাবেক খেলোয়াড় সার্জিও আগুয়েরো ৩ মিলিয়ন ইউরো পাওনার দাবি করে মামলা দায়ের করেন। ২১ জুন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।’


এটি বার্সেলোনার আর্থিক প্রতিবেদনে উল্লিখিত নয়টি আইনি মামলার একটি। এর মধ্যে অন্য একটি মামলায় ‘স্কোরস স্পোর্টস ম্যানেজমেন্ট’ নামক একটি কোম্পানি ১০ মিলিয়ন ইউরো দাবি করেছে ওসমান দেম্বেলের পিএসজি ট্রান্সফার কার্যক্রমে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার জন্য।


আগামী ১৯ অক্টোবর বার্সেলোনার বাৎসরিক সাধারণ সভায় ২০২৩-২৪ মৌসুমের আর্থিক ফলাফল নিয়ে আলোচনা হবে, যেখানে এই মামলাগুলোর প্রভাব বিশ্লেষণ করার সুযোগ থাকবে। এছাড়া শুক্রবার, বার্সেলোনা রাশিয়ার ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গের বিরুদ্ধে আরও একটি আইনি মামলা হেরেছে, যা ৫ লাখ ডলারের একটি বোনাস নিয়ে হয়েছিল।


আলেমানি জানায়, অ্যাগুয়েরোকে বিমার মাধ্যমে অর্থ পরিশোধ করবে বার্সা। তবে ক্লাবে যোগ দেওয়ার আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন আর্জেন্টাইন তারকা, এমন অভিযোগে সে অর্থ দিতে অস্বীকৃতি জানায় বিমা সংস্থা। পরে বিমা কোম্পানির দেখানো পথে হাঁটে বার্সাও এবং অর্থ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে কারণেই অ্যাগুয়েরো এবার মামলা করে বসলেন।
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com