চলমান নারী বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে টাইগ্রেসরা। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে নিগার সুলতানা বাহিনী।
১০ অক্টোবর, বৃহস্পতিবার আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সেমিফাইনালের পথ সহজ করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তাই আগের ম্যাচের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: দিলারা আক্তার, সাথী রানী, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
বিবার্তা/এনএইচ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]