
গত জুলাই থেকে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন সনাৎ জয়াসুরিয়া। তার কাজে সন্তুষ্ট হয়ে এবার তাকে পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন ‘মাতারা হারিকেন’।
৭ অক্টোবর, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
গত কয়েক মাসে জয়াসুরিয়ার অধীনে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। গত ২৭ বছরের মধ্যে যা প্রথম। ১০ বছরের মধ্যে প্রথমবার টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ওপরে ওঠে এসেছে লঙ্কানরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলারও সুযোগ ও সম্ভাবনা আছে তাদের।
জয়াসুরিয়াকে পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘সম্প্রতি ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ জয়াসুরিয়ার অধীনে দলের ভালো পারফরম্যান্সের বিষয়টি বিবেচনা করে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।’
জয়াসুরিয়ার এই নিয়োগ বিবেচিত হতে গত ১ অক্টোবর থেকে এবং তিনি দায়িত্বে থাকবেন ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। প্রধান কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ডাম্বুলা ও পাল্লেকেলেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]