ফুটবলে সবচেয়ে বেশি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রচুর সমর্থক রয়েছে সারাবিশ্বে। যার একটি বড় অংশ রয়েছে বাংলাদেশেও। দলটির অন্যতম তারকা নেইমার এবং হালের ভিনিসিয়ুসের মতো সুপারস্টারদের শুধু টেলিভিশনের পর্দায় দেখেই সন্তুষ্ট থাকতে হয় সমর্থকদের। অনেক ভক্তেরই স্বপ্ন থাকে তাদের প্রিয় তারকাকে সামনে থেকে দেখার, কিন্তু সে ভাগ্য কজনেরই বা হয়।
তবে নেইমারের বাংলাদেশি ভক্তদের জন্য এবার সুখবর নিয়ে এসেছেন নেইমারের বন্ধু রবিন মিয়া। রবিন, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং নেইমারের ঘনিষ্ঠ বন্ধু।
দীর্ঘদিন ধরে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে কাজ করছেন তিনি। রবিন জানিয়েছেন যে তিনি নেইমারকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছেন, যা আগামী বছরের শুরুতেই হতে পারে।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে রবিন জানান, ‘নেইমারের আসার বিষয়ে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে আলোচনা হয়েছে। আমরা আশা করছি, ২০২৫ সালের শুরুতেই নেইমারকে বাংলাদেশে আনতে পারব।’
গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশ সফর বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছিল। তবে নেইমারের ক্ষেত্রে যেন এমন কিছু না ঘটে, তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন রবিন। তিনি জানান, এই সফরটি ভক্তদের আবেগের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করা হবে এবং একটি চ্যারিটি অনুষ্ঠানও আয়োজন করা হবে।
রবিন বলেন, ‘আমরা চাই নেইমারের সফরটি বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যাক। যদিও ১৬ কোটি মানুষকে নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, তবে আমরা যতটুকু সম্ভব ব্যবস্থা করব।’
বিবার্তা/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]