
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে প্রথম শিরোপার জয়ের স্বাদ পেয়েছে সেন্ট লুসিয়া কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করে গায়ানা। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট লুসিয়া।
জবাব দিতে নেমে প্রথম ১৫ ওভারে স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ৭৩ রান। শেষ পাঁচ ওভারে দরকার আরও ৬৬ রান। কিন্তু কঠিন হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে এটি অসম্ভব নয়। আর কঠিন কাজটাই করে দেখিয়েছে সেন্ট লুসিয়া কিংসের দুই ব্যাটসম্যান অ্যারন জোন্স ও রোস্টন চেজ। তারা দুজনে মিলে ১৯ বলেই করেন ৬৬ রান। আর তাতে ৬ উইকেটের জয়ে প্রথমবার সিপিএলের শিরোপা জেতে সেন্ট লুসিয়া।
১৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভার শেষে সেন্ট লুসিয়ার ছিল ৪ উইকেটে ৫১ রান। ততক্ষণে ফিরে গেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি, জনসন চার্লস, আকিম অগাস্টে ও টিম সেইফার্ট। দ্রুত ৪ উইকেট পতনে রোস্টন চেজ ও অ্যারন জোন্স খানিকটা সময় নেন।
১৫তম ওভার শেষে কোচ ড্যারেন সামির বার্তা নিয়ে মাঠে ঢোকেন এক খেলোয়াড়। ব্যাটসম্যানদের যে হাত খোলার বার্তায় দেয়া হয়েছিল, কিছুক্ষণ পরই তা স্পষ্ট হয়ে যায়।
মঈন আলী ১৬তম ওভার করতে এলে সেই ওভারে ২৭ রান নিয়ে সমীকরণকে ২৪ বলে ৩৯ রানে নামিয়ে আনেন দুই ব্যাটার। এরপর জোন্স আর চেজের ব্যাট আর থামেনি। ডোয়াইন প্রিটোরিয়াসের ১৭তম ওভার থেকে দুই ছক্কা ও এক চারসহ ২০ রান তুলেন তারা। রোমারিও শেফার্ডের করা ১৮তম ওভার থেকে এক ছয়, এক চারসহ ১৮ রান নিয়ে স্কোর লেভেল করেন চেজ-জোন্স।
এরপর গায়ানার অধিনায়ক ইমরান তাহির ১৯তম ওভারের দ্বিতীয় বলের সময় ওয়াইড দিলে ১১ বল হাতে থাকতেই জয় পায় সেন্ট লুসিয়া। যুক্তরাষ্টের ব্যাটার জোন্স অপরাজিত থাকেন ৩১ বলে ৪৮ রান করে, চেজ করেন অপরাজিত ২২ বলে ৩৯ রান।
বল হাতে এক উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল হন রোস্টন চেজ। আর ১২ ইনিংসে ২২ উইকেট নিয়ে সেন্ট লুসিয়ার আফগান স্পিনার নুর আহমেদ টুর্নামেন্টসেরা হয়েছেন।
বিবার্তা/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]