
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। আগামী ২৬ অক্টোবর নির্বাচন হবে।
৭ অক্টোবর, সোমবার তফসিল ঘোষণা করেন তিনি।
আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র দেওয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাই বাছাই করা হবে ১৬ অক্টোবর। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এবার মোট ২১টি পদে নির্বাচন হবে। সভাপতি একজন, সিনিয়র সভাপতি একজন, সহ-সভাপতি ৪ জন, সদস্য ১৫ জন নিয়ে মোট ২১ জন।
নির্বাচন উপলক্ষ্যে গতকাল নির্বাচন কমিশন প্রথম সভা করেছে। যেখানে মেজবাহর সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং সুরাইয়া আক্তার জাহান।
বাফুফের টানা পাঁচ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মেজবাহ।
শেষ চার নির্বাচনেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন। এবার তিনি নির্বাচন করবেন না।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]