
ভারতের বিপক্ষে টেস্টে ভরাডুবির পর প্রথম টি-টোয়েন্টিতে ভালো কিছু করে দেখানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। সেই লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে এসে বড় সংগ্রহ করে দেখানোর লাগতো বাংলাদেশের৷ তবে প্রথম সেই লক্ষ্যে ব্যর্থ বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ১২৭ রানেই অলআউট হলো শান্তবাহিনী।
রবিবার (৬ অক্টোবর) ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি২০ ম্যাচে, টস জিতে ভারত বল করার সিদ্ধান্ত নেয়।
এদিন নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারের এক বল আগেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে মেহেদী হাসান মিরাজ করেন সর্বোচ্চ ৩৫ রান। এছাড়া অধিনায়ক শান্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করলেও বাকিরা উল্লেখযোগ্য রান করতে পারেননি।
ভারতের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন আর্শ্বদ্বীপ সিং এবং বরুণ চক্রবর্তী। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর এবং মায়াঙ্ক যাদব।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]