নারী বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৯:১৭
নারী বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নারী টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের করা ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৩ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। এরই সাথে এক দশক পর বিশ্বকাপে জয়ের দেখা পেলো টাইগ্রেসরা।


৩ অক্টোবর, বৃহস্পতিবার আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।


ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি মুর্শিদা। ১৪ বলে ১২ রান করে আউট হন তিনি। তিনে ব্যাট করতে এসে সাথীকে দারুণ সঙ্গ দেন সোবহানা মোস্তারি। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৫৫ রান তোলে বাংলাদেশ। ৩২ বলে ২৯ রান করে সাথী আউট হলে খানিকটা ছন্দ হারায় জ্যোতিবাহিনী।


রান আউটের ফাঁদে পড়ে কোন রান না করেই সাজঘরে ফেরেন তাজ নেহার। অন্যদিকে ৩৬ রান করে মোস্তারি আউট হলে একে একে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। ৫ রান করে আউট হন স্বর্ণা আক্তার ও ঋতু মনি।


শেষ পর্যন্ত জ্যোতির ১৮ বলে ১৮ রান এবং ফাহিমা খাতুনের অপরাজিত ১০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। স্কটল্যান্ডের হয়ে বোলিংয়ে সাসকিয়া হর্লে ১৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন।


১২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশ ব্যাটাররা। একমাত্র সারাহ ব্রেইস ব্যতীত বাকিরা ক্রিজে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। সারাহ সর্বোচ্চ ৫২ বলে ৪৯ রান করেন। শেষপর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০৩ রানেই থেমে যেতে হয় স্কটল্যান্ডকে।


বোলিংয়ে বাংলাদেশের হয়ে রিতুমনি ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান এবং ফাহিমা খাতুন। অপরটি রানআউট ছিল।


আগামী ৫ অক্টোবর, শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com