শিরোনাম
দিনশেষে মুশফিকের বিদায়ের আক্ষেপ
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৮:১০
দিনশেষে মুশফিকের বিদায়ের আক্ষেপ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দ্বিতীয় দিনের খেলা বাকি ছিল মাত্র তিন ওভার। এদিকে নিজের অর্ধশতের জন্য দলীয় অধিনায়ক মুশফিকুররহিমের দরকার ছিল মাত্র দুই রান। সেই চাপ নিতে না পেরে বেন স্টোকসকে যেন নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে আসলেন তিনি। ৭৭ বলে ৪৮ রানের এই ইনিংস খেলার পর বেন স্টোকসের বলে জনি বেয়ারস্টোর হাতে তালুবন্দি হন মুশফিক।


চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৭৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২১ রান করে বালাদেশ।


চট্টগ্রামে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটি আসে ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। শুরুতে নেমে ৭৮ রান করেনি তিনি। তাছাড়া মুশফিক ৪৮, মাহমুদউল্লাহ ৩৮ এবং সাকিব আল হাসানের অপরাজিত ৩১ রানে ভর করে ভালো অবস্থানে থেকেই দ্বিতীয় দিনটি শেষে করেছে বাংলাদেশ। তৃতীয় দিনে সাকিবের ব্যাটে হাসি ফুটুক সেদিকে তাকিয়ে বাংলাদেশ।


ইংল্যান্ডের ২৯৩ রানের জবাব দিতে নেমে শুরুতে দেখেশুনেই খেলছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ১০ ওভারে দুটি চার আসে ইমরুলের ব্যাট থেকে। তবে লাঞ্চের আগে মঈন আলীর এক ওভারেই ওলটপালট হয়ে যায় সবকিছু।


ওই ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন ইমরুল। সাজঘরে ফেরার আগে ৫০ বল মোকাবেলা করে তিনি করেন ২১ রান। টেস্টের আদর্শ ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল ফেরেন রানের খাতা খোলার আগে তিন বল মোকাবিলা করে।


মঈনের বলে বেন স্টোকসকে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি। দ্রুতই দুই উইকেট হারিয়ে তাই চাপে পড়ে যায় বাংলাদেশ। লাঞ্চের আগে বাংলাদেশের স্কোর দুই উইকেটে ২৯। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম। এ জুটিতে দলের স্কোর ১০০ পেরিয়ে যায়। তামিম করেন ক্যারিয়ারের ১৯তম টেস্ট ফিফটি।


চা বিরতির আগে আদিল রশিদের বলে স্লিপে জো রুটের হাতে তালুবন্দি হয়ে ফেরেন মাহমুদউল্লাহ। আর তাতে ভেঙে যায় ৯০ রানের জুটিটি। ৬৬ বল মোকাবেলা করে মাহমুদউল্লাহ করেন ৩৮ রান।


মাহমুদউল্লাহ ফেরার পর মুশফিকের সঙ্গে আরও একটি দারুণ জুটি গড়েন তামিম। দু’জনে মিলে ৪৪ রানের জুটি গড়েন। শেষপর্যন্ত গ্যারেথ বেটির শিকার হয়ে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরতে হয় তামিমকে। আউট হওয়ার আগে ১৭৯ বলে ৭৮ রানের ইনিংসটি সাজান বাহাতি এই ওপেনার।
এর আগে দ্বিতীয় দিনে এক ঘণ্টাও ব্যাট করতে পারেনি ইংল্যান্ড। ২৯৩ রানেই গুটিয়ে যায় ইংলিশদের প্রথম ইনিংস। অভিষেকে ছয় উইকেট নিয়ে আলো ছড়ান মেহেদী হাসান মিরাজ।


বিবার্তা/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com