আগেই টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন এক সময়ের তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এবার কানপুরেও হয়তো শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব। কেননা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে শেষ টেস্ট খেলতে চাইলেও তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তাই কানপুরে ‘অঘোষিত’ বিদায় বেলায় সাকিবকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ব্যাট হাতে ছুটতে দেখা যায় কোহলিকে।
নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন তিনি। সাকিবের কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় এই ব্যাটিং তারকা।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। কানপুর টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৭ বলে ৯ রান করার পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়েছেন সাকিব।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে রানের দেখা পাননি তিনি।
বিবার্তা/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]