বাংলাদেশে হামজার আগমন নিয়ে ফিফার বার্তা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৮:২১
বাংলাদেশে হামজার আগমন নিয়ে ফিফার বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীকে শীঘ্রই দেশের জার্সিতে দেখা যেতে পারে। বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পাশাপাশি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন লিস্টার সিটিতে খেলা এই ফুটবলার। তাকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশের হাজারো ফুটবলপ্রেমী।


এরই মধ্যে এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজে উঠে আসলেন হামজা। ১ অক্টোবর, মঙ্গলবার পেজটিতে হামজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।


পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে খেলতে প্রথমে প্রয়োজন ছিল বাংলাদেশি পাসপোর্ট। বাফুফে ও তার পরিবার যৌথ প্রচেষ্টায় পাসপোর্ট করেছে।


বাফুফে এখন হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।


বিবার্তা/এনএইচ/রোমেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com