পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দারুণ কিছু খেলা উপহার দেওয়া সুযোগ ছিল। তবে জয় তো দূরের কথা, বাজেভাবে হেরে হোয়াইটওয়াশ হয়েই ফিরতে হলো টাইগারদের।
প্রথম টেস্টে বড় রানের ব্যবধানে হারের পর বৃষ্টির কারণে ‘আড়াই দিনের’ কানপুর টেস্টেও বাংলাদেশ ড্র করতে পারেনি। ৭ উইকেটে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে স্বাভাবিকভাবেই হতাশ দলপতি নাজমুল হোসেন শান্ত।
দলের এই বাজে অবস্থার কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাই দায়ী বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাটিং করা দরকার ছিল। আপনি যদি ব্যাটারদের দিকে তাকান দেখবেন ৩০-৪০ বল খেলার পরেই আউট হয়েছে তারা। অন্তত একজন ব্যাটারের বড় ইনিংস খেলা গুরুত্বপূর্ণ ছিল। এমন মুহূর্তে অশ্বিন-জাদেজা যেমনটা ব্যাট করেছিল। তারা সত্যি দুর্দান্ত ব্যাটিং করেছিল। এ সময় আমাদের প্রয়োজন ছিল কিভাবে উইকেট নেওয়া যায় তেমন বোলিং করা। যার মূল্য আমাদের দিতে হয়েছে।’
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। তার প্রশংসা করে টাইগার অধিনায়ক বলেন, ‘এই টেস্টে (কানপুর) মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা এগিয়ে যেতে সাহায্য করবে। আর মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছেন।’
বিবার্তা/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]