আইসিসির লেভেল ৩ কোচ হলেন আশরাফুল
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:০১
আইসিসির লেভেল ৩ কোচ হলেন আশরাফুল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আইসিসির লেভেল-৩ কোচিং সম্পন্ন করেছিলেন গত বছর। তবে বাকি ছিল আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া। এবার এটাও হয়ে গেল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল।


১৬ সেপ্টেম্বর, সোমবার ফেসবুকে ভেরিফায়েড পেজে আশরাফুল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইসিসির লেভেল ৩ কোচ হওয়া নিয়ে আশরাফুল লিখেন, ‍“আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে, এটা জানাতে পেরে আমি আনন্দিত যে, আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি। এ অর্জন ক্রিকেটের প্রতি আমার আবেগ এবং ক্রমাগত উন্নতির প্রতি আমার প্রতিশ্রুতির প্রমাণ।”


তিনি আরও লিখেন, “এখন আমি আমার দক্ষতা শেয়ার এবং অন্যদের (ক্রিকেটার) মাঝে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করতে আগ্রহী। ইনশা আল্লাহ, ক্রিকেটের উন্নতি ও উন্নয়নে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।”


উল্লেখ্য, মোহাম্মদ আশরাফুল আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৬১ ম্যাচে ৬টি শতক ও ৮টি অর্ধশতকসহ ২৪ গড়ে ২৭৩৭ রান করেছেন এবং ওডিআই ক্রিকেটে ৩টি শতক ও ২০টি অর্ধশতকের বিনিময়ে ২২.০৯ গড়ে ৩৪৬৮ রান করেন। অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে করেন ৪৫০ রান।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com