গেল কোপা আমেরিকা জয়ের রাতে ফাইনালেই ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। চোটের কারণে লম্বা সময় মাঠের ফুটবলে দেখা যায়নি এই আর্জেন্টাইন তারকাকে। গতকাল রাতে ইন্টার মায়ামের জার্সিতে এমএলএস লিগ দিয়ে মাঠে ফিরেছেন মেসি। নিজের প্রত্যাবর্তন রাঙিয়েছেন জয় দিয়ে; সাথে গড়েছেন নতুন রেকর্ড।
দীর্ঘদিন পর মাঠে ফিরেই দেখিয়েছেন চমক। জোড়া গোল ও এক অ্যাসিস্টে দলকে এনে দিয়েছেন জয়। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়াকে মায়ামি হারিয়েছে ৩-১ গোলে। আর জয়ের রাতে মায়ামির হয়ে এক রেকর্ড গড়েছেন তিনি। এমএলএস ইতিহাসের দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
এই মাইলফলক স্পর্শের রেকর্ড এর আগে সবশেষ ছিল সেবাস্তিয়ান জিওভিনকোর দখলে। ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট করতে এই ইতালীয় ফুটবলারের লেগেছিল ২৯ ম্যাচ। এদিকে জিওভিনকোর এই রেকর্ড ছিনিয়ে নিতে লিওনেল মেসি খেলেছেন তার থেকে ১০ ম্যাচ কম। অর্থাৎ এমএলএসে মাত্র ১৯ ম্যাচ খেলেই নতুন এই রেকর্ড গড়েছেন মেসি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটিতে দুটি গোল ও এক অ্যাসিস্ট করেছেন মেসি। এ নিয়ে এমএলএসে ১৯তম ম্যাচ খেললেন আলবিসেলেস্তে ফরোয়ার্ড। লিগটিতে তিনি ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট করে ফেলেছেন ইতোমধ্যে, যা এমএলএসের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। সমান সংখ্যক গোলের রেকর্ড গড়া সেবাস্তিয়ান জিওভিনকোর লেগেছিল ২৯ ম্যাচ। অর্থাৎ ১০ ম্যাচ কম খেলেই মেসি তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।
আর্জেন্টাইন অধিনায়ক প্রথমার্ধের মাঝামাঝিতে ৪ মিনিটের মধ্যেই জোড়া গোল করে মায়ামিকে দারুণভাবে ম্যাচে ফেরান। এর আগে সফরকারী ফিলাডেলফিয়া এগিয়ে যায় মাত্র তিন মিনিটেই। মেসিকে দুটি গোলের যোগান দিয়েছেন সাবেক দুই বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। ২৬ মিনিটে সেন্ট্রাল বক্সে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ডান পায়ে শট নেন। এরপর ৩০ মিনিটে আলবার বাড়ানো বল এক স্পর্শে জালে জড়ান মেসি।
ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারের ৮৪০তম গোল। যা সবচেয়ে কম বয়সী হিসেবে গোলের রেকর্ড বলে উল্লেখ করা হচ্ছে। গোলের দিক থেকে মেসির সামনে আছেন কেবল একজন, তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। কয়েকদিন আগে এই পর্তুগিজ সুপারস্টার ক্যারিয়ারের ৯০০তম গোল করেছেন।
গোলের পাশাপাশি মেসি আজ একটি অ্যাসিস্ট করে প্রত্যাবর্তন ম্যাচের পুরো আলো কেড়ে নিয়েছেন। যোগ করা সময়ে তার বাড়ানো পাসে গোল করেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। যা মায়ামিকে দেয় বড় জয়, একইসঙ্গে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দুইয়ে থাকা এফসি সিনসিনাতির সঙ্গে ব্যবধান বাড়ায় ১০ পয়েন্টের। চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে মায়ামির পয়েন্ট ৬২।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]