ফিফার ফেসবুক পেজে চিরকুটের ‘যাদুর শহর’
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০২
ফিফার ফেসবুক পেজে চিরকুটের ‘যাদুর শহর’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’ গানের একটি ভিডিও তৈরির পরে শেয়ার করা হয়েছে। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। পুরো বিশ্বের কোটি কোটি ভক্ত দেখছে এই গানটি।


১৪ সেপ্টেম্বর, শনিবার থেকে শুরু হচ্ছে ফুটসাল বিশ্বকাপ। যেখানে ২৪টি দেশ অংশ নিচ্ছে । ফুটসাল বিশ্বকাপ উপলক্ষ্যেই একটি রিলস বানিয়ে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ফিফা।


যেখানে তারা ব্যবহার করেছে চিরকুট ব্যান্ডের জনপ্রিয় ‘যাদুর শহর’ গানটি। সেই ভিডিও শেয়ার করে ফিফা বাংলায় ক্যাপশন প্রকাশ করেছে। যেখানে তারা লিখেছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’


ফিফার পেজে নিজেদের গানের ভিডিও দেখে ‘চিরকুট’ এর ভোকাল শারমিন সুলতানা সুমি আপ্লুত হয়েছেন। নিজের আইডি থেকে সেই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লেগেছে।'


উল্লেখ্য, ফুটসাল, ফুটবলেরই আরেকটি সংস্করণ। যেখানে ফুটবলের তুলনায় মাঠ ও গোলপোস্টের আকার ছোট। মূল ফুটবলের তুলনায় খেলোয়াড়ের সংখ্যাটাও থাকে কম। ইনডোরে পাঁচজনের যে ফুটবল, সেটাই মূলত ফুটসাল। ইউরোপ, লাতিন আমেরিকাসহ সারা পৃথিবীব্যাপী এ খেলাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ফিফার স্বীকৃতিতে ১৯৮৯ সাল থেকে নিয়মিত ফুটসালের বিশ্ব আসরও বসছে।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com