টাইগারদের ভারত সফর: টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৯
টাইগারদের ভারত সফর: টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশকে এখন অন্যদৃষ্টিতে দেখছে স্বাগতিক ভারত। তাই লাল-সবুজের প্রতিনিধিদের নিয়ে বেশ সাবধানী স্বাগতিকরা। তাই ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা।


পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলের প্রত্যাশা বেড়েছে ভারতের বিপক্ষে সিরিজেও। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের বিমান ধরবে টাইগাররা। পাকিস্তান সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে টাইগারদের।


সফরে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।


ইতোমধ্যে বাংলাদেশও টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে। দলের একমাত্র চকম জাকের আলী অনিকের ডাক পাওয়া। এর আগে সাদা বলে খেললেও লাল বলে এবারই প্রথম। তার সুযোগটা অবশ্য এসেছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের ইনজুরির কারণে।


নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে খেলা সিরিজের ১৫ জনই সুযোগ পেয়েছেন স্কোয়াডে। একমাত্র জাকের আলী ছাড়া।


আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ভারত মিশন। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দু’দল। টেস্ট ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়।


টেস্ট সিরিজ শেষে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি। এগুলোর ভেন্যু যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদ। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।


বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হোসাইন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।


ভারত স্কোয়াড (প্রথম টেস্টের জন্য)
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ ও ইয়াশ দয়াল।


বিবার্তা/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com