শিরোনাম
তামিমের অর্ধশত, ফিরলেন রিয়াদ
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৫:১৬
তামিমের অর্ধশত, ফিরলেন রিয়াদ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯৩ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দলীয় ১৮ রানে ইমরুল ও মমিনুল আউট হয়ে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুশফিক বাহিনী। সেখান থেকে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ব্যাটে প্রতিরোধ গড়ে বাংলাদেশ।


তবে তামিম ক্যারিয়ারের ১৯তম অর্ধশত তুলে নেয়ার পরপরই ফিরে যান মাহমুদুল্লাহ। আদিল রশিদের বলেরুটকে ক্যাচ দিয়ে ৯০ রানের জুটি ভাঙেন। মাহমুদুল্লাহ করেন ৪৮ রান।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৭ ওভার শেষে তিন উইকেটে ১৪৩রান। তামিম ৬৭ও মুশফিক ১২রানে ব্যাট করছে। এর আগে ইমরুল ২১ ও মুমিনুল ০ ও মাহমুদুল্লাহ ৩৮ রানে আউট হন।


এর আগে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট হয়েছে সফরকারী ইংল্যান্ড। মিরাজ প্রথম দিনের পাঁচ উইকেটের সাথে দ্বিতীয় দিনে নেন একটি উইকেট।


বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৩ সালে মিরপুরে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৯৫ রানে।


শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের প্রথম বলেই ইংলিশ শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। ৯৩তম ওভারে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওকস (৩৬)। অবশ্য খানিক বাদেই তাইজুলের বলে সাব্বির রহমানের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন রশিদ (২৬)। এরপর স্টুয়ার্ট ব্রডকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে তিনশ’ রানের আগেই ইংল্যান্ডকে গুটিয়ে দেন মিরাজ। সেই সঙ্গে অভিষেক ইনিংসেই ৬ উইকেট নেন তরুণ অফ স্পিন অলরাউন্ডার।


বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। প্রথম দিনে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে ইংল্যান্ড। প্রথম দিনে অধিনায়ক কুক ৪, বেন ডাকেট ১৪, জো রুট ৪০, ব্যালেনস ১, বেন স্টোকস ১৮ ও মইন আলী ৬৮ ও বেয়ারস্টো ৫২ রান করে আউট হয়ে যান। দ্বিতীয় দিনে ওকস ৩৬, আদিল ২৬ ও স্টুয়ার্ট ব্রড ১২ রান করে আউট হন। এদিন তিনটি উইকেটের মধ্যে দুটিই নেন তাইজুল বাকি একটি নেন মিরাজ।


বল হাতে বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ নেন ৬ উইকেট। এছাড়া সাকিব ও তাইজুল ২টি করে উইকেট নেন।


বিবার্তা/প্লাবন


>তামিম-রিয়াদের ব্যাটে প্রতিরোধ বাংলাদেশের

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com