
৩৬ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১২ সালে অভিষেক হয় শ্যানন গ্যাব্রিয়েলের। এরপর ক্যারিবীয়দের হয়ে ৫৯টি টেস্ট, ২৫টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার। জাতীয় দলের হয়ে উইকেট নিয়েছেন ২০২টি।
ক্যারিবীয়দের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত ছিলেন গ্যাব্রিয়েল। ক্যারিবীয়দের হয়ে চতুর্থ সেরা বোলিং ফিগার তাঁর, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ১৩টি উইকেট নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারে ৫৯ টেস্টে তিনি নিয়েছেন ১৬৬ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে গ্যাব্রিয়েল সবশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে। জোরে বল করতে এবং বাউন্সার দিতে গ্যাব্রিয়েল এতটাই পারদর্শী ছিলেন যে ক্যারিবীয়দের সাবেক কিংবদন্তি কোর্টনি ওয়ালশ তাকে প্যাট্রিক প্যাটারসন এবং ইয়ান বিশপের সঙ্গেও তুলনা করেছিলেন।
ক্যারিবীয়দের স্মরণীয় কিছু জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গ্যাব্রিয়েল। এর মধ্যে আছে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ও। সাদা পোশাকে ইংলিশদের বিপক্ষে তিনি ৩৭ড়ি উইকেট নিয়েছেন। ক্যারিবীয় এই পেসার সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ইন্সটাগ্রামে দেয়া পোস্টে গ্যাব্রিয়েল লিখেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নিজেকে উৎসর্গ করেছিলাম। ভালোবাসার ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ে খেলা আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু সব ভালো জিনিসের একটা শেষ আছে।’
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন গ্যাব্রিয়েল। তিনি লিখেন, ‘সামনে আমার পরিকল্পনা হচ্ছে নিজের দেশকে (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো) প্রতিনিধিত্ব করে যাওয়া। ক্যারিয়ারে যে আগ্রহ ও ভালোবাসা নিয়ে দলের প্রতিনিধিত্ব করেছি, সেভাবে সারা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে প্রতিনিধিত্ব করা।’
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]