
গত জুন মাসে বাংলাদেশি পাসপোর্টের আবেদন করেছিলেন হামজা চৌধুরী। এরপর জুলাইয়ে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে পৌঁছায় ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের পাসপোর্ট। কিন্তু ক্লাবের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকায় পাসপোর্ট হাতে পাননি তিনি।
অবশেষে শুক্রবার (২৩ আগস্ট) ইংল্যান্ডের স্থানীয় সময় বিকেলের পর হামজার মা পাসপোর্ট সংগ্রহ করেন।
বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘হামজার পরিবার পাসপোর্ট সংগ্রহ করেছে বলে আমাদের জানিয়েছেন। আমরা এখন সামনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার জন্য অগ্রসর হব।’
হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চান। তিনি ইংল্যান্ড যুব দলে খেলায় বাফুফেকে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের অনাপত্তিপত্র প্রয়োজন। সেই অনাপত্তিপত্র পাওয়ার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে হবে। সেই কমিটির সবুজ সংকেত পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাঁধা নেই হামজার।
বাংলাদেশ সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানে খেলবে। এই উইন্ডোতে হামজার খেলার সম্ভাবনা নেই। তাকে এই বছরের অন্য উইন্ডোতে খেলানোর চেষ্টা করবে বাফুফে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]