অলিম্পিকের দ্রুততম মানব আমেরিকার লাইলস
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ১৪:০২
অলিম্পিকের দ্রুততম মানব আমেরিকার লাইলস
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকার দাপট আবার ভেঙে দিলেন আমেরিকার নোয়াহ লাইলস। রবিবার (৪ আগস্ট) স্তাদে দে ফ্রান্সে জ্যামাইকান প্রতিদ্বন্দ্বীকে ০.০০৫ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন এই আমেরিকান।


ব্যক্তিগত সেরা ৯.৭৮৪ সেকেন্ডে ফিনিশিং লাইন ছোঁন লাইলস। কিশানে থম্পসন ৯.৭৮৯ সেকেন্ডে রুপা জিতেছেন। যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয়ী।


২০ বছরে প্রথমবার অলিম্পিকের এই ইভেন্টে আমেরিকাকে সোনা এনে দিলেন তিনি।


তিন বছর আগে টোকিওতে ২০০ মিটারে কানাডার আন্দ্রে ডি গ্রাস ও যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেকের পেছনে থেকে ব্রোঞ্জ জেতেন লাইলস। এবার ক্যারিয়ারের সেরা পারফর্ম করে ১০০ মিটারে সোনা নিশ্চিত করলেন।


গতবারের সোনা জয়ী ল্যামন্ট মার্সেল জ্যাকবস ৯.৮৫ সেকেন্ডে পঞ্চম হয়েছেন। এবারের দৌড় এতই কাছাকাছি হয়েছে যে অষ্টম হওয়া অবলিক সেভিল্লে (৯.৯১) দশ সেকেন্ডের কম সময় নিয়েছেন।


দৌড় শেষে ২৭ বছরের লাইলস বলেছেন, আমি চেয়েছিলাম লড়াইটা শক্ত হোক। সবাই ভালো করার প্রস্তুতি নিয়ে এসেছিল৷ আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে, আমি নেকড়েদের মধ্যে সেরা নেকড়ে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com