তামিমের অপেক্ষায় পাপন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ২০:৩৬
তামিমের অপেক্ষায় পাপন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তামিমের ফেরা এবং না ফেরাটা এখন আরেকবার বড় ইস্যূ হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। সামনের বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে দলে পেতে চাইছে বিসিবি। আর এদিকে তামিম ইকবাল পেছনের একবছরের মতো সময় হয়ে গেল জাতীয় দলের বাইরে রয়েছেন। আর্ন্তজাতিক কোনো ক্রিকেট খেলেছেন গেলবছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তারপর থেকে বিতর্ক, ফিটনেস ইস্যূ, সাকিব এবং কোচের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বর প্রেক্ষিতে জাতীয় দল থেকে বাইরে।


তামিমকে চাইছে বিসিবি। তার সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে। কিন্তু তামিম কি ফিরতে চাইছেন আর বাংলাদেশ জাতীয় দলে। পরিস্কার করে এই বিষয়ে তামিম এখনো কিছু বলেননি। তবে যেহেতু তামিম এখনো সবধরনের আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি তাই বলা যেতেই পারে ফেরার ইচ্ছে তো তারও রয়েছে। অবশ্য এই ফেরার প্রসঙ্গে আগে তার কিছু শর্ত বিসিবিকে পালন করতে হবে-এমন একটা মন্তব্যও তামিম গেলবারের বিপিএল শেষে করেছিলেন। সেই শর্তাদি কি সেটা শুধুমাত্র তামিম বিসিবি সভাপতিকেই জানাবেন বলে জানিয়েছিলেন।


কিন্তু নিজের সেই ইচ্ছের কথা বিসিবি বলতে তামিম অনেক লম্বা সময় নিয়ে ফেলেছেন। বিসিবি অপেক্ষায় আছে তামিমের কথা শোনার জন্য। কিন্তু তামিম নাকি সময়ই বের করতে পারছেন না বিসিবির সঙ্গে এই প্রসঙ্গে কথা বলার!


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিবির টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কথায় তেমন কিছুরই ইঙ্গিতই তো মিলল।


জালাল ইউনুস জানান, আমরা তার (তামিম ইকবাল) জবাবের অপেক্ষায় আছি। আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি। শেষ যে আলাপ আলোচনা করার কথা সেটা তামিম বোর্ড সভাপতির সঙ্গেই করবে বলে আমাদের জানিয়েছে। তামিম এখন আমাদের সেটা জানাতে পারলে খুব ভালো হয়।


তামিম অবশ্য এখন পর্যন্ত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার সেই ‘আলোচনা’ করতে পারেননি। তিনি সেই আলোচনা করার জন্য এখন পর্যন্ত সময়ই বের করতে পারেননি।


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতে তো সেটাই পরিস্কার হলো। গত রবিবার ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বলছিলেন, তামিমের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা না হওয়া পর্যন্ত আমি এখনই তার বিষয়ে (খেলা বা না খেলা) সরাসরি কোনো মন্তব্য করতে পারছি না। এর মধ্যে তার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। তার ভাই নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে সে আমার সঙ্গে অন্য যে বিষয়ে (ক্যারিয়ার) নিয়ে আলাপ করার কথা ছিল তা এখনো হয়নি। আমি তাকে সময় দিয়েছিলাম, তখন সে বললো আমার তো এখন খেলা চলছে (বিপিএল)। খেলা শেষ করে আলাপে বসি। কিন্তু যেদিন বিপিএল শেষ হলো সেদিন যে একটা ম্যাসেজ পাঠালো যে আমি একটু দেশের বাইরে যাচ্ছি, এসে আপনার সঙ্গে যোগাযোগ করবো। তবে এরপর আর ঐ বিষয়ে (খেলা বা না খেলা, ক্যারিয়ার) আর যোগাযোগ হয়নি। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো, আমরা চাই ও আসুক।


এখন প্রশ্ন হলো তামিম কি আসতে চাইছেন কিনা? প্রশ্ন তো আরো রয়েছে। যেসব সমস্যার কারণে মুলত তামিম ইকবাল জাতীয় দল থেকে নিজেকে দুরে সরিয়ে রেখেছেন তার সমাধান কি হয়েছে?


তামিম ইকবালের পিঠের চোট নিয়ে লম্বা সময় ধরে চলে আসা বিতর্কের কুল কিনারা কি হয়েছে? কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তামিমের সম্পর্ক তো আর জোড়া লাগেনি। এক বছরের বেশি সময় হয়ে গেল এই দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। সামান্যতম একটা ফোনালাপও নেই। সাকিবের সঙ্গে তামিমের দ্বন্দ্ব তো প্রকাশ্য। এমন পরিস্থিতিতে ড্রেসিংরুমে তামিমের উপস্থিতি কি দলের জন্য ভালো কিছু নিয়ে আসবে? তারচেয়েও বড় বিষয় হলো বিসিবি চাইছে তামিম ফিরুক, কিন্তু কোচেরও কি সেই ইচ্ছে?


তামিমের সঙ্গে বসার আগে বিসিবির উচিত এসব প্রশ্নের সমাধান খোঁজা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com