
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন এই পেসার।
১৭ জুলাই, বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন তিনি। তার চাওয়া, কোনো রক্তপাত ও সংঘাত না হোক। শান্তি চান তিনি।
সবাইকে সালাম জানিয়ে ফেসবুক পোস্টে পেসার তাসকিন লিখেন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃদপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই।
এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ জাতীয় দলের একাধিক তারকা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই দলে দেরিতে হলেও শামিল হলেন তাসকিন। অনেকের মতো তিনিও শান্তির পক্ষে। শিক্ষার্থীদের পক্ষে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]