কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন মেসি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৯:৪৫
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন মেসি
স্পোর্ট ডেস্ক
প্রিন্ট অ-অ+

নির্ধারিত ৯০ মিনিটে আসেনি ফলাফল। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যেকার কোপা আমেরিকার ম্যাচ গেল অতিরিক্ত সময়ে। ম্যাচের নাটকীয় এক মুহূর্তে লিওনেল মেসি মাঠ ছেড়েছেন কান্নাভেজা চোখে। কোপা আমেরিকায় নিজের শেষ ম্যাচটা পুরো খেলা হচ্ছে না তার। ২০২২ বিশ্বকাপের পর আরও একবার আর্জেন্টিনার ফাইনাল গেল অতিরিক্ত সময়ে।


কোপা আমেরিকার টুর্নামেন্টে আর মাঠে নামা হবে না মেসির। যখন মাঠ ছাড়ছিলেন, তখন নিশ্চয় এই কথাটা তার মনে পড়ছিল। তার মধ্যে পেয়েছেন চোট। ম্যাচের ৬৬ মিনিটে কান্নভেজা চোখে মাঠ থেকে উঠে গেলেন মেসি।


প্রথমার্ধের ৩৫তম মিনিটে চোট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তারপর বাকি সময়টা তাকে ভুগতে দেখা যায়। ভালভাবে খেলতেও পারছিলেন না। অবশেষে ৬৬ মিনিটে তাকে উঠে যেতে হলো।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com