স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা, পিছিয়ে গেল কোপা আমেরিকা ফাইনাল
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৬:১৭
স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা, পিছিয়ে গেল কোপা আমেরিকা ফাইনাল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে কোপা আমেরিকার ফাইনাল পিছিয়ে গিয়েছে। ৩০ মিনিট দেরিতে শুরু হবে খেলা। স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ভিড় সামলাতে নাজেহাল হচ্ছে পুলিশ।


১৫ জুলাই, সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে শুরু হওয়ার কথা ছিল কোপা আমেরিকার ফাইনাল। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে হতে চলা সেই ম্যাচ পিছিয়ে গিয়েছে। ৩০ মিনিট দেরিতে শুরু হবে খেলা। অর্থাৎ, সকাল সাড়ে ৬টা থেকে খেলা শুরু হবে।


স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফাইনাল শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে থেকে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে সমর্থকেরা জড়ো হতে শুরু করেন। আর্জেন্টিনার সমর্থকদের সংখ্যা ছিল বেশি। তাঁদের মধ্যে অনেকেই ছিলেন, যাঁদের কাছে বৈধ টিকিট ছিল না। তাঁরাও স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। ফলে হুড়োহুড়ি শুরু হয়। ব্যারিকেড ভেঙে পড়ে। নিরাপত্তারক্ষীরা সমস্যায় পড়েন।


পরিস্থিতি সামলাতে স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, প্রতিযোগিতা ৩০ মিনিট পরে শুরু হবে। জানা গিয়েছে, হুড়োহুড়ির মধ্যে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের লাঠির আঘাত এক সমর্থক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। গরমের মধ্যে সমস্যায় পড়েছে বাচ্চারা। পরিস্থিতির ছবি যাতে বাইরে না যায়, সেই কারণে সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেছেন স্টেডিয়াম কর্তৃপক্ষ।


স্টেডিয়ামের বাইরে এখনও বহু দর্শক দাঁড়িয়ে রয়েছেন। ভিতরে ঢোকার আবেদন করছেন তাঁরা। কিন্তু নিরাপত্তারক্ষীরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। ফলে আপাতত গেট বন্ধই রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে একে একে দর্শকদের তাঁরা ভিতরে ঢোকাবেন বলে জানা গিয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com