
আরও একবার কাজে দিলো গ্যারেথ সাউথগেটের খেলোয়াড় বদল। চেলসিতে সবশেষ মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন কোল পালমার। বলতে গেলে তাদের একমাত্র তারকাই ছিলেন এই ইংলিশ উইঙ্গার।
যদিও ইউরোতে কোনো ম্যাচেই ছিলেন না শুরুর একাদশে। বদলি নেমেছেন বারবার। ফাইনালেও হলো তাই। আর সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই এলো পালমারের পা থেকে দুর্দান্ত এক গোল।
ডানপ্রান্তে ফাঁকায় বল পেয়ে এগিয়ে গিয়েছিলেন বুকায়ো সাকা। মার্ক কুকুরেয়াকে পেছনে ফেলে বল দিয়েছিলেন বক্সে। ভারসাম্য হারিয়ে ফেলেও সেই বল বক্সের বাইরে পালমারের উদ্দেশ্যে ঠেলে দেন জ্যুড বেলিংহাম।
ফাঁকা অবস্থায় ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন কোল পালমার। ৪৬ মিনিটে গোল হজমের পর ৭৩ মিনিটে সমতায় ফিরল ইংল্যান্ড।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]