দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:২০
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমার্ধের ম্যাড়ম্যাড়ে খেলার পর ফাইনালে লিড পেল স্পেন। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই হলো গোল। এই গোলে অ্যাসিস্টের মাধ্যমে চলতি ইউরোতে চতুর্থ অ্যাসিস্ট পেলেন লামিনে ইয়ামাল। সঙ্গে পেয়ে গেল আত্মবিশ্বাসও। ইউরোতে প্রথমে গোল করে শেষ ২৭ ম্যাচে মাত্র একবারই হেরেছিল স্পেন।


এর আগে, প্রথমার্ধের ৪৫ মিনিট শেষে ইউরো ফাইনালে দেখা গিয়েছিল অতি সাবধানী ফুটবল। স্পেন বা ইংল্যান্ড কেউই খেলেনি আগ্রাসী হয়ে। ইংল্যান্ড অবশ্য আগে থেকেই এমন সাবধানী ফুটবলে অভ্যস্ত। তবে স্পেনের গতিশীল ফুটবলেও আজ এসেছে ভাটা। লামিনে ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামসরা খুব একটা এগিয়ে যাননি। ৪৫ মিনিট তাই শেষ হয় গোলশূন্য ড্র-য়ে।


দুই দলের এমন রক্ষণাত্মক খেলার কারণেই কি না গোলরক্ষকরা পার করেছেন অলস সময়। পুরো ৪৫ মিনিটে অন টার্গেট শট ছিল মোটে ২টি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com