কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে দেখবেন যেভাবে
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০১:৫৫
কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

উরুগুয়েকে পেছনে ফেলে সর্বোচ্চ ১৬ বারের চ্যাম্পিয়ন হবার সুযোগ মেসির দলের সামনে। আর পুরো আসরে দুর্দান্ত খেলা কলম্বিয়ার সামনে দ্বিতীয় ট্রফির হাতছানি।


১৫ জুলাই, সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভোর ৬টায় শুরু হবে ম্যাচ।


রেকর্ড নাকি চমক? কোপা আমেরিকার ফাইনালের আগে মিলিয়ন ডলারের প্রশ্ন। আর্জেন্টিনার সামনে সুযোগ রেকর্ড ১৬ বারের শিরোপা জেতা। আর কলম্বিয়া অপেক্ষায় মেসির দলকে চমকে দিয়ে ২০০১ সালের পর আরেকবার বিজয় উৎসবের।


ফাইনালের প্রস্তুতির মাঝেই বিদায়ের করুন সুর বাজছে আলবিসেলেস্তের ক্যাম্পে। আকাশী-সাদা জার্সিতে অ্যাঞ্জেলো ডি মারিয়ার শেষ ম্যাচ। ওতামেন্দির অবয়বেও বিষাদের ছায়া। আর লিওনেল মেসি? তিনিও কি বিদায় জানাবেন? উত্তর আপাতত অজানা। তবে ফাইনাল ম্যাচটি উপভোগ করতে চান এলএমটেন।


কলম্বিয়ার বিপক্ষে কি কৌশল নিয়ে নামছেন তা গোপন রেখেছেন বিশ্বজয়ী কোচ স্কালোনি। শেষ ৫ দেখায় একবারও হারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কোপা আমেরিকার ফাইনালে এবাই প্রথম মুখোমুখি হচ্ছে দু’দল। কলম্বিয়ার আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ। বিশেষ করে হামেস রদ্রিগেজের পুনর্জন্ম আতঙ্কিত করতেই পারে। কলম্বিয়ার নাম্বার টেনকে নিয়ে নিশ্চয়ই আলাদা পরিকল্পনা করেছেন আর্জেন্টিনা কোচ।


লস ক্যাফেতেরোসরা অন্যরকম এক রোমাঞ্চে ভাসছে। অভিজ্ঞ আর তারুণের মিশেলে দুর্দান্ত এক দল কলম্বিয়া। লুইজ দিয়াজ-কোর্দোবাদের দুরন্ত গতি আর হামেস রদ্রিগেজের জাদুকরী কৌশলে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখছে লরেঞ্জো শিষ্যরা। তবে কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জিততে হলে খেলতে হবে নিজেদের সেরা খেলা।


ইতোমধ্যে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালের সব টিকেট বিক্রি হয়ে গেছে। শেষ হাসি হাসবে কে তা দেখার অপেক্ষায় প্রায় ৬৩ হাজার দর্শক। ফাইনালের মাঝ বিরতিতে মায়ামির হার্ড রক স্টেডিয়াম মাতিয়ে রাখবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। যে কারণে ১৫ মিনিটের ব্রেক করা হয়েছে ২৫ মিনিটে। তাতেই চটেছেন কলম্বিয়ান কোচ।


এদিকে বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাচ্ছে এবারের ইউরো কাপের মহারণ। দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস ভিত্তক টিভি চ্যানেল টি-স্পোর্টস সরাসরি দেখা যাচ্ছে সবগুলো ম্যাচ।


এছাড়া টি-স্পোর্টস অ্যাপ, বাংলালিংক অ্যাপ, লাইভস্পোর্টস ও ইয়াল্লা ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ম্যাচটি। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com