নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১৯:৪৪
নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি অভিজ্ঞতা বাড়াতে বিপিএল আসরের পর আরো একটি টি-টোয়েন্টি আসরের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এবার টুর্নামেন্টটির সময়সূচিও প্রকাশ্যে এসেছে।


৯ জুলাই, মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু।


এসময় টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে বোর্ডের ভাবনার কথা জানান সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ঘরোয়া ক্রিকেট যদি দেখেন, খেলোয়াড়রা অনেক কম সংখ্যক ম্যাচ খেলে। আবার বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রাই খেলে। সেই জায়গায় আমাদের খেলোয়াড়দের সুযোগ কিন্তু কম থাকে, এখন চিন্তা করা হচ্ছে যে লোকাল খেলোয়াড়দের জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও ম্যাচের সংখ্যা কীভাবে বাড়ানো যায়। একটা প্লাটফর্মে আরও কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় যেন খেলতে পারে।’


ক্রিকেটারদের ঠিক নার্সিং করলে পরবর্তী বিশ্বকাপে দল ভালো করবে দাবি করে তিনি বলেন, ‘এমন কিছু খেলোয়াড় বেছে নেওয়া দরকার, যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করতে হবে। তার সঙ্গে এই খেলোয়াড়দেরকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেরও অভিজ্ঞতা দিতে হবে। সব কিছু চিন্তা-ভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল গড়ে বিশ্বকাপের চিন্তাটা করা উচিত। এখন যে অবস্থায় আছে, এমন অবস্থায় হুট করে বিশ্বকাপ জয় করাটা কঠিন। একটা সময় দরকার, এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি।’


নান্নু বলেন, 'হাই পারফরম্যান্সের অনুশীলন চলছে, সঙ্গে টাইগার্সের প্রোগ্রাম চলছে। এটার সঙ্গে কিছু কাজ করছি এনসিএল (জাতীয় লিগ) নিয়ে। এনসিএলের টি-টোয়েন্টিটা হবে ডিসেম্বরের ৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত। এগুলো নিয়ে কাজ চলছে।'


টি-টোয়েন্টি ফরম্যাটটা এখনও যেন বাংলাদেশের জন্য দুর্ভেদ্য। গত মাসে সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেভাবে প্রমাণ করতে পারেনি টাইগাররা। বিপিএল বাদে টি-টোয়েন্টি ফরম্যাটে স্থানীয় খেলোয়াড়রা তেমন অন্যতম কারণ খুব একটা ম্যাচ খেলার সুযোগ না পাওয়া। বছরে মাত্র একটি টুর্নামেন্ট খেলতে পারেন ক্রিকেটাররা।


বিপিএলের এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাররাই খেলে থাকেন বেশি। তাই লোকাল ক্রিকেটারদের সুযোগ করে দিতে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার সুযোগ বাড়িয়ে দিতে এই নতুন টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বিসিবি।


উল্লেখ্য, ৮ দলের এই আসরে প্রতি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলতে পারবে। সে হিসেবে প্রতি দল মোট ৭ ম্যাচ করে পাচ্ছে। ফাইনালিস্ট দুই দল পাবে ৮ ম্যাচ। টুর্নামেন্টটি হবে মোট ২৯ ম্যাচের।


বিবার্তা/জে আর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com